মেকআপ লুক, সাজের ধারায় যেই ট্রেন্ডই চলুক না কেন, ব্লাশের কদর কিন্ত কমে নি কখনোই! ব্লাশ অ্যাপ্লাইয়ের কিছু কৌশল আছে, ভুলভাবে লাগালে বা সঠিক শেইড পিক না করলে এতে আপনাকে অতিরঞ্জিত দেখাবে আর পুরো লুকটাই বেমানান লাগবে। মোটামুটি সবধরনের মেকআপ লুকের সাথে মানানসই একটি ব্লাশের সাথে পরিচয় করিয়ে দিব আজকে,সেটি হচ্ছে sheglam এর love cake shade.